ঢাকা | বঙ্গাব্দ

বাউফলে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিক্ষকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

এর আগে, শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের হিজবুল্লাহ বাজারে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত নাসির উদ্দীন রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। অবসর সময়ে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতেন।

জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী পেট্রোল নিতে নাসির উদ্দীনের দোকানে যান। তখন বিদ্যুৎ ছিলো না। মোম জ্বালিয়ে পেট্রোল দিতে গেলে, অসাবধানতার কারণে পেট্রোলে ভিতরে জ্বলন্ত মোম পড়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার সমস্ত শরীর আগুনে দগ্ধ হয়। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স