ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগ: সেমিতে আজ ইন্টার মিলানকে আতিথ্য দেবে বার্সা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। ট্রেবল জয়ের রেসে থাকা দলটি নিশ্চিত ভাবে ঘরের মাঠে ফেভারিট হিসেবে মাঠে নামবে আজ।

তবে লেভানডোভস্কি না থাকায় কিছুটা সমস্যায় পড়তে পারে কাতালান ক্লাবটি। কিন্তু ফেরান তোরেস, রাফিনিয়া আর ইয়ামালরা দূর করতে পারে সেই অভাব।

অন্যদিকে লিগে ফর্মটা ভালো যাচ্ছে না ইন্টার মিলানের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দারুন ছন্দে আছে ইতালিয়ান ক্লাবটি। বায়ার্ন মিউনিখকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে পৌঁছেছে ইন্টার। ইনফর্ম আর্জেন্টাইন স্ট্রাইকার লৌথারো মার্টিনেজ, আর জমাট রক্ষন ইন্টারের বড় শক্তি।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স