ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন

  • নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

১৯০৮ সালের ৮ জুন ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে জন্ম কানাবারোর। বয়সের কোটা ২০ বছর পার হতে না হতেই ক্যাথলিক সন্ন্যাসী হন তিনি। এর আগে বিশ্বের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তির খেতাব ছিল ১১৬ বছর বয়সী জাপানি নাগরিক তোমিকো ইতোকার কাছে।

এক শোকবার্তায় লংজেভিকোয়েস্ট জানায়, কানাবারো ছোটবেলায় রোগা ছিলেন। তিনি বেঁচে থাকতে পারবেন কিনা, তা নিয়ে ‘অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন’।

কানাবারোর দাবি, তার জন্মতারিখ ১৯০৮ সালের ২৭ মে। তবে রেকর্ড অনুযায়ী তার নথিভুক্ত জন্মতারিখ ৮ জুন, ১৯০৮ বলে এএফপিকে জানিয়েছিলেন জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপের (জিআরজি) পরিচালক।

দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থার ডেটাবেস অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ১১৫ বছর বয়সী এথেল ক্যাটারহাম


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স