ম্যাচ শেষে মুম্বাইয়ের পেসার দীপক চাহার বলেন, 'গুজরাটের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল বৈভব। প্রতিটা ব্যাটারের খেলার একটা ধরন থাকে। সবার ব্যাটারই কিছু জায়গায় খুব শক্তিশালী হয়, আবার কোথাও দুর্বল। বোলার হিসাবে আমার দায়িত্ব দুর্বল জায়গাটা খুঁজে বের করা।'
'আমরা সব ব্যাটারের জন্যই সেই পরিকল্পনা করি। কখনও সেটা কাজে লাগে, কখনও লাগে না। এই ম্যাচে কাজে লেগেছে। আমরা জানি বৈভব প্রতিভাবান। আশা করি ভবিষ্যতে ও ভাল খেলবে।'-যোগ করেন মুম্বাইয়ের এই অভিজ্ঞ পেসার।