শুক্রবার (২ মে) দুপুরে রংপুরে র্যাব-১৩-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদীন এসব তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধা সদরের বানিয়াজান এলাকার কবির আলম (২৭), থানশিনপুর এলাকার রাসেল মিয়া (২৮), সাদুল্লাপুর উপজেলার পাটানোছা এলাকার শহিদুল ইসলাম (৪০) ও ক্ষুদ্র রসুলপুর এলাকার রাশেদ মণ্ডল (৪২)।