ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না: মেজর (অব.) হাফিজ

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

শনিবার (৩ মে) মতিঝিলে এক আলাচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ এখনও মুক্ত হয়নি। আমরা ঝুলন্ত অবস্থায় রয়েছি। রাষ্ট্রকে নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। আগামী দিনে হয়তো আমাদের আরও সংগ্রাম করে যেতে হবে। এ সময় মানবিক করিডর নিয়ে জনগণ কিছুই জানে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের জন্য রাজনীতিবিদরা তেমন কিছু করেনি। এর কারণ আওয়ামী লীগ খেলাধুলার অতীতের সকল সংস্কৃতি পাল্টে দিয়েছে। দলটির মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব নেই। দলটি অনেক খেলোয়াড়কেও বিপদে ফেলেছে। অনেকে খেলা চলাকালীন অবস্থাতেই রাজনীতিতে যোগ দিয়েছে। সাকিব আল হাসনকে আওয়ামী লীগে যোগ না দেয়ার পরামর্শ দিয়েছিলাম।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স