ঢাকা | বঙ্গাব্দ

মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

তিনি বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিলও আয়োজন করা হবে।

এদিন আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী এবং পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

অনুষ্ঠানে সাজিদুর রহমান তার বক্তব্যে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের মধ্যে বিভাগের সম্মেলন করা হবে এবং ২৩ মে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই আন্দোলনকে আরও তীব্র করা হবে। এছাড়া হেফাজতের পক্ষ থেকে চারটি দাবি আদায়ের লক্ষ্য নিয়েও কর্মসূচি ঘোষণা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স