ঢাকা | বঙ্গাব্দ

আড়াই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়া, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে এগারোটার পর হঠাৎ করে প্রথমে তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আশপাশের গোডাউনে ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি কারখানাসহ বেশকয়েকটি ঝুট গোডাউন ও বসতবাড়ি পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পানি সল্পতা ও বাতাস বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স