ঢাকা | বঙ্গাব্দ

কোচ হিসেবে আনচেলত্তিকে মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট লুলা

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চীনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আনচেলত্তি বিশ্বখ্যাত কোচ হলেও ব্রাজিলের ঘরোয়া পর্যায়ে অনেক দক্ষ কোচ রয়েছেন, যাদেরকেই জাতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত ছিল।
লুলা বলেন, “আমি আনচেলত্তির বিপক্ষে নই, তিনি নিঃসন্দেহে একজন দুর্দান্ত টেকনিশিয়ান। কিন্তু আমাদের দেশে এমন অনেক প্রতিভাবান কোচ রয়েছেন, যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। বিদেশি কোচ নেওয়ার প্রয়োজন ছিল না।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে ১৯৬৫ সালের পর এই প্রথমবার কোনো বিদেশি কোচ জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন। এমনকি আনচেলত্তি নিজ দেশ ইতালির কোচ হিসেবেও কখনো দায়িত্ব পালন করেননি।
এ বিষয়ে এর আগেও মন্তব্য করেছিলেন লুলা। ২০২৩ সালে আনচেলত্তির নিয়োগের গুঞ্জন ওঠার সময় তিনি বলেন, “যিনি নিজের দেশকেই বিশ্বকাপে তুলতে পারেননি, তিনি কীভাবে ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিকে সামলাবেন?” উল্লেখ্য, আনচেলত্তির কোচিংয়ে ইতালি ২০২২ বিশ্বকাপেও জায়গা পায়নি।
তবে সমালোচনার পাশাপাশি প্রেসিডেন্ট লুলা আশাবাদও ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আশা করি, আনচেলত্তি ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে তুলবেন এবং বিশ্বকাপ শিরোপার পথে দলকে এগিয়ে নেবেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তিকে আকর্ষণীয় আর্থিক প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে বিশাল অঙ্কের বেতন ও ব্যক্তিগত জেট ব্যবহারের সুযোগ।
বর্তমানে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে। তাদের ওপরে অবস্থান করছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Zaman

কমেন্ট বক্স