ঢাকা | বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেয়া হলো দোকানপাট

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে শাহবাগ থানার পাশ থেকে শুরু করে রমনা কালি মন্দির পর্যন্ত উদ্যানের ভেতরে থাকা সকল অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ঐতিহাসিক এই উদ্যানের ভেতরে নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। পরদিন বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স