ঢাকা | বঙ্গাব্দ

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে লাগতে পারে ৪-৫ বছর: গভর্নর

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
আইনি প্রক্রিয়া শেষে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধার ফিরিয়ে আনা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। গভর্নর আরও বলেন, পলাতক পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য ও জনহিতকর কাজে ব্যয় করা হবে। এ লক্ষ্যে ফান্ড তৈরি করা হবে।

গভর্নর জানান, আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে। ব্যাংকের লুটের যেসব টাকা জব্দ করা হয়েছে তা নিয়ে ফান্ড প্রতিষ্ঠা করা হবে। আর নন ব্যাংকিং আর্থিক খাতের টাকা সরকার জনহিতকরণ কাজে ব্যবহার হবে। একইসাথে ভূমি বিক্রিতে লুটসহ অন্যান্য খাতের যে টাকা লুট করা হয়েছে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে বলে বলেও জানান ড. আহসান এইচ মনসুর।

নিউজটি আপডেট করেছেন : Monir Zaman

কমেন্ট বক্স