ঢাকা | বঙ্গাব্দ

ফারিয়াকে গ্রেপ্তার বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারে সরকারের কঠোর সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই গ্রেপ্তারকে বিচার না বলে শেখ হাসিনার সময়কালে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

সোমবার (১৯ মে) এক ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত লেখেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’

এর আগে নুসরাত ফারিয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়। কেউ যেন ভোগান্তির শিকার না হয়। ফারিয়ার বিষয় তদন্ত চলছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অবশ্যই তাকে ছেড়ে দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Zaman

কমেন্ট বক্স