ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (২০ মে ) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ (৫) ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং রায়হান (৩) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহতদের পরিবার জানায়, জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদেরকে উঠানে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স