ঢাকা | বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহতদের পুর্নবাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২২ মে) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ।

এতে ২০২৫ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহের বিষয়ে দিক-নির্দেশনাও প্রদান করা হয়।

এছাড়া, বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স