ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের ব্যক্তিগত গাড়ি থামিয়ে ছিনতাই, যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজশাহীতে পুলিশের প্রাইভেট কার থামিয়ে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনায় জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫-এর একটি দল তাকে আটক করে।

র‍্যাব শুক্রবার (২৩ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জীবন ইসলামকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি রাজশাহীর খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়, বাবা দিরাজ আলী।

১৩ মে সন্ধ্যায় মতিহার থানায় কর্মরত এক পুলিশ সদস্য তার পরিবারের তিন সদস্যকে নিয়ে প্রাইভেট কারে সিটিহাট এলাকা অতিক্রম করছিলেন। সেই সময় জীবন ইসলামসহ কয়েকজন গাড়িটি সিগন্যাল দিয়ে থামান। গাড়িতে মেয়ে দেখে তারা হয়রানিমূলক আচরণ শুরু করেন। ভুক্তভোগী পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পর তারা আরও উত্তেজিত হয়ে ওঠেন।

গাড়িতে থাকা মেয়েটির সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এরপর অভিযুক্তরা একটি মুঠোফোন ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। শেষ পর্যন্ত মানিব্যাগ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়।

ঘটনার পর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে সজীব নামের এক আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সজীব জানায়, এই ঘটনার সঙ্গে জীবন ইসলাম ও রাকিব নামের আরও একজন জড়িত।

র‍্যাবের অভিযানে এখন পর্যন্ত জীবনকে গ্রেপ্তার করা গেলেও রাকিব পলাতক রয়েছে। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, এই চক্রের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির একাধিক মামলা রয়েছে। পলাতক রাকিবকে ধরতে অভিযান চলছে। 
Sorce: News24

নিউজটি আপডেট করেছেন : Monir Zaman

কমেন্ট বক্স