বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে রোগী ভর্তি কার্যক্রম (ইনডোর সেবা) শুরু হয়েছে। আজ সোমবার (২৬ মে) প্রথম দিনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২০ বছর বয়সী দুজন খেলোয়াড়ের হাঁটুতে সফলভাবে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি সম্পন্ন হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ ও সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদের নেতৃত্বে ছয় সদস্যের চিকিৎসক টিম প্রতিটি রোগীকে পৃথকভাবে ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে এসিএল রিকন্সট্র্যাকশন সার্জারি (হাঁটু) সম্পন্ন করেন।
খেলোয়াড়দের ওটি কার্যক্রমে বিএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান, ডা. মো. আলী হায়দার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুজন খেলোয়াড়ের সফল অপারেশন সম্পন্ন হওয়ার পর বিএমইউ’র প্রক্টর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পোর্টস মেডিকেল কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, অপারেশন সম্পন্ন হওয়ার পর দুই খেলোয়াড়ই ভালো আছেন এবং চিকিৎসাসেবার গুণগত মান নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। আশা করি দুজনই সুস্থ হয়ে খেলার মাঠে ফিরতে পারবেন।
উল্লেখ্য, বিএমইউয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে বহির্বিভাগ চিকিৎসাসেবার অংশ হিসেবে প্রতিদিন দুই শিফটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সেবা কার্যক্রম আগে থেকেই চালু আছে।
Monir Zaman Reporter