ইসরায়েলের বিরুদ্ধে আরও আঘাত আসছে—এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। শুক্রবার রাতে পাল্টা হামলার পর ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
ইরানি বার্তা সংস্থা ফার্সকে এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘গত রাতের সীমিত হামলাতেই এ সংঘাত শেষ হবে না। আঘাত অব্যাহত থাকবে, যা আক্রমণকারীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও অনুশোচনাজনক হবে।’
শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে বড় ধরনের বিমান হামলা চালায়। পাল্টা জবাবে রাতেই ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়।
তেল আবিবে একটি উঁচু ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ঘণ্টার পর ঘণ্টা উদ্ধার তৎপরতা চালান ইসরায়েলি দমকল কর্মীরা। বাসিন্দা চেন গাবিজন বলেন, ‘সতর্কতা পাওয়ার পরই আমরা আশ্রয়কেন্দ্রে যাই। কিছুক্ষণ পর প্রচণ্ড বিস্ফোরণ হয়—সবকিছু কেঁপে ওঠে, ধুলা ও ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়।’