মাত্র ১৭ বছর বয়সেই নজর কেড়েছেন পুরো ফুটবল দুনিয়ার। গত সপ্তাহেই অভিষেক হয়েছে আর্জেন্টিনার জার্সিতে, এবার ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার অপেক্ষা। মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো নিয়ে এসেছে লস ব্লাঙ্কোসরা, তাও আবার রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে। আর্জেন্টিনার তরুণ এই প্রতিভাকে দলে নিতে পিএসজিকেও টপকাতে হয়েছে রিয়ালকে।
শুক্রবার (১৩ জুন) রিয়াল নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে। যদিও তারা ঠিক টাকার অঙ্কটা জানায়নি। তবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট বিবৃতিতে জানায়, মাস্তানতুয়োনো’র জন্য রিয়ালের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৩২ লাখ ইউরো। কর ও আরও কিছু খরচ বাদে রিলিজ ক্লজ হিসেবেই ৪ কোটি ৫০ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের পকেটে যাচ্ছে। যা আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি।
এর আগে রিভার প্লেট থেকে সবচেয়ে বেশি দামে দলবদলের রেকর্ড ছিল এনজো ফার্নান্দেজের। ২০২২-২৩ মৌসুমে পর্তুগিজ ক্লাব বেনফিকা তাকে কিনেছিল ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ইউরোতে। এবার সেই রেকর্ড ভেঙে মাত্র ১৭ বছর বয়সেই রিভার প্লেট ছাড়লেন মাস্তান্তুয়োনো। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার ছয় বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে, যা চলবে ২০৩১ সাল পর্যন্ত। তবে ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন তিনি ১৪ আগস্টের পর, যখন বয়স হবে ১৮ বছর।
ইতোমধ্যে জাবি আলোনসো’র রিয়ালে নাম লেখালেও, আগামীকাল (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মাস্তান্তুয়োনো খেলবেন রিভার প্লেটের হয়ে। এরপর আগস্টে যোগ দেবেন সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে। সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে দুই বছর ধরে পর্যবেক্ষণে রেখেছিল রিয়াল। লড়াইয়ে ছিল ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবও। তবে পিএসজি হুমকি হতে পারে মনে করে আগেভাগেই স্প্যানিশ জায়ান্টরা মাস্তানতুয়োনোকে নিয়ে নিলো। তারও পছন্দের ছিল মাদ্রিদের ঠিকানা।