ঢাকা | বঙ্গাব্দ

নবীগঞ্জে ব্যবসায়ীর বাসায় চুরি, নগদ টাকা স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল লুট

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ব্যবসায়ীর বাসায় চুরি ছবির ক্যাপশন: ব্যবসায়ীর বাসায় চুরি
ad728
নবীগঞ্জ শহরের ওসমানী রোড এলাকায় একটি ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে চম্পট দেয়।

জানা যায়, নবীগঞ্জ শহরের মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের দোকান “সুহাগ টেলিকম”-এর মালিক হাবিবুর রহমান হাবিবের ওসমানী রোডের বাসায় কেউ না থাকার সুযোগে একদল সংঙ্ঘবদ্ধ চোর বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামালসহ মোট আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ নিয়ে যায়।  

বাসায় ফিরে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান এবং নবীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপন দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : প্রতিনিধি

কমেন্ট বক্স