ঢাকা | বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও সচল ছিলো বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় পবিত্র ঈদ উল আজহার ছুটিতেও চালু ছিলো বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কেন্দ্রগুলো। কেন্দ্রগুলোতে প্রসবপূর্ব সেবা (এএনসি), প্রসবসেবা, প্রসবত্তোর সেবা (পিএনসি), শিশু সেবা, কৈশোরকালীন সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও সাধারণ রোগীদের সেবা প্রদান করা হয়। 

জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রসমূহ, মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণসমূহ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবাকেন্দ্র থেকে এসব সেবা প্রদান করা হয়। জেলা ও উপজেলা কর্মকর্তাদের তদারকিতে মাঠ পর্যায়ের কর্মচারীরা ঈদ উল আজহার ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রাখেন। ঈদের এই দীর্ঘ ছুটির মধ্যে সেবা কার্যক্রম চলমান থাকায় সাধারণ জনগণসহ খুশি সেবাপ্রাপ্তরা। 

ছুটির মধ্যেও শুক্রবার (১৩ জুন) পর্যন্ত মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র  ৯ জনকে প্রসব সেবা, ৩৬৩ জনকে প্রসবপূর্ব সেবা  (এএনসি), ১০০ জনকে প্রসবোত্তর সেবা ( পিএনসি), ৪০৬ জন শিশুকে সেবা, ৮৫৩ জন সাধারণ রোগীকে বগুড়া জেলায় সেবা প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার পরিকল্পনা বিষয়কও সেবাও প্রদান করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : প্রতিনিধি

কমেন্ট বক্স