লেখা পড়ায় উৎসাহ যোগাতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার বন্ধুরা।
আজ শনিবার (১৪ জুন) কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের ২৫ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা।
উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা মো. তৈয়ব আলী বলেন, হঠাৎ বসুন্ধরা শুভসংঘের ভাইয়েরা এসে আমাদের ছেলে মেয়েদের হাতে খাতা, কলম দেয়। আমরা অবাক হয়েছি। সত্যি দেখে খুব ভালো লাগলে। আমাদের লেখা পড়ায় আগ্রহ বাড়াতে ছেলে মেয়েদেরকে উৎসাহ দিলো।
একই গ্রামের বাসিন্দা সুমি বেগম বলেন, হামরা কোনো দিন ধারণা করিবা পারি নাই। কেউ এই ভাবে এসে হামার সন্তানকে খাতা কলম দিবে। আল্লাহ যেন তোমার ঘরোক ভালো রাখুক।