ঢাকা | বঙ্গাব্দ

গাজায় গণহত্যা ও ইরানে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মার্কিন সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ইরানে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

আজ শনিবার দুপুরে ভাসানী চর্চা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শহরের সদর হাসপাতাল রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

এতে ভাষানী চর্চা কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, অ্যাডভোকেট মো: নাসির মিয়া, শিক্ষার্থী শাহরিয়ার এঞ্জেল, মেহেদী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, মার্কিন প্রেসিডেন্টের মদদে গাজায় নিরীহ মানুষদের উপর নির্বিচারে গুলি করে হত্যা ও সম্প্রতি ইরানে ইজরাইলী বাহিনী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি বক্তারা এসব ঘটনায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


নিউজটি আপডেট করেছেন : প্রতিনিধি

কমেন্ট বক্স