ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই প্রশমিত হয়েছে বলে মনে করছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে নেতারা দেখছেন এক ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে।
শনিবার (১৪ জুন) নিউজ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, লন্ডনের আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা অনেকটা কেটে গেছে। যদিও কিছু ইস্যু এখনও অনিষ্পন্ন রয়ে গেছে, সেগুলোও আলোচনার মাধ্যমেই সমাধানের আহ্বান জানান তারা।
নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না ও এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ জানান, শুধু নির্বাচনের তারিখ নয়, এর সাথে যুক্ত বিচার ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও যেসব প্রশ্ন রয়েছে—তা নিরসনে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন।
বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স ও জাতীয় নাগরিক পার্টির নেতা সারোয়ার তুষার বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ের বাংলাদেশে জনগণের একটাই প্রত্যাশা—একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এ জন্য নির্বাচন কমিশনকেও আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মত দেন তারা।