ইরানের রাতভর হামলায় নিহত তিনজন ইসরায়েলি নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ।
শনিবার (১৪ জুন) এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া বার্তায় তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য এটি ছিল এক কঠিন রাত। তবে আমাদের ঘরোয়া ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অব্যাহত রাখতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যারা কাজ করছেন, সেই সব নিরাপত্তা বাহিনীকে আমি সম্পূর্ণ সমর্থন জানাই।’
প্রসঙ্গত, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে এবং অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েলের রাজনৈতিক মহলেও এখন একাত্মতা ও প্রতিরোধের বার্তা জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।