ঢাকা | বঙ্গাব্দ

চোখের বদলে চোখ, তেহরানবাসীর ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর শহরের বাসিন্দারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ছবির ক্যাপশন: ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর শহরের বাসিন্দারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
ad728

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর শহরের বাসিন্দারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

২৯ বছর বয়সী ট্যাক্সি চালক মাহমুদ এসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘ইসরায়েল আমাদের কমান্ডারদের হত্যা করেছে, তারা কি আমদের কাছ থেকে চুমু প্রত্যাশা করে? আমরা তাদের শাস্তি দিবো। তিনি শাস্তি হিসেবে উল্লেখ করেন, চোখের বদলে চোখ। খবর সিএনএনের। 

আরেকজন ৩১ বছর বয়সী শিক্ষিকা পারি পুরঘাজি তার দেশকে সমর্থন জানিয়ে বলেন, ‘কেউ যেন ইসরায়েলিদের থামায়। ইসরায়েল মনে করে তারা যা চায় তা করতে পারে। ইসরায়েলকে ভুল প্রমাণ করেছে ইসরায়েল, যদিও তারা গাজা বা লেবাননের মানুষদের কড়া বোমাবর্ষণের মাধ্যমে দমন করতে পারে।’

তবে কিছু মানুষ এই উত্তেজনার মাঝে সংযমেরও ডাক দিয়েছেন। ৬১ বছর বয়সী গাড়ি মিস্ত্রি হুশাঙ্গ এবাদি বলেন, ‘আমি আমার দেশের পাশে আছি। ইসরায়েলিরা ইরানে হামলা করে ভুল করেছে, কিন্তু আমি আশা করি এটি শেষ হবে। যুদ্ধ কোনও পক্ষের জন্যই ফলপ্রসূ হবে না।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স