ঢাকা | বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে নিজেদের অবস্থান জানিয়ে দিলেন কাতারের আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যে চাপ ও আগ্রাসনের মাধ্যমে তেহরানের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়, সেই কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ছবির ক্যাপশন: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যে চাপ ও আগ্রাসনের মাধ্যমে তেহরানের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়, সেই কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ad728

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যে চাপ ও আগ্রাসনের মাধ্যমে তেহরানের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়, সেই কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৪ জুন) সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন তিনি। আলোচনায় কাতারের আমিরও জানিয়ে দেন নিজেদের অবস্থান। 

পেজেশকিয়ান সাম্প্রতিক ইসরায়েলি হামলার ঘটনায় ইরানি জনগণ ও সরকারের প্রতি সংহতি জানানোর জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান এবং বলেন, ইসরায়েল আবারও প্রমাণ করেছে, তাদের প্রকৃতি সন্ত্রাসী এবং মানবাধিকারের প্রতি সম্পূর্ণ উদাসীন।

তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলে আঞ্চলিক অগ্রগতি নিশ্চিত করতে চেয়েছি। কিন্তু জায়নিস্ট শাসনব্যবস্থা প্রতিনিয়ত এই পথ ব্যাহত করার চেষ্টা করে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘পূর্বে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েল কোনো পদক্ষেপ নেবে না। অথচ এখন ওয়াশিংটন খোলাখুলিভাবে ইসরায়েলি হামলার পক্ষে অবস্থান নিচ্ছে এবং মনে করছে চাপের মাধ্যমে তারা আমাদের উপর নিজেদের দাবি চাপিয়ে দিতে পারবে।’

তিনি সাফ জানিয়ে দেন, ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করবে না এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ও সক্ষমতা তার রয়েছে।

কাতারের আমির শেখ তামিম ফোনালাপে ইসরায়েলি হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং ইরানের প্রতিরোধের অধিকারকে সমর্থন করেন।

তিনি বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ সংলাপের নীতি ও কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে কাতার পূর্ণ সমর্থন করে এবং আমরা গাজাসহ গোটা অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সম্মিলিত চাপ প্রয়োগে কাজ করে যাবো।’


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স