কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু ইব্রাহীম আলী (০৮) ও তাবাসসুম (০৯) সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে।
ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম, তাবাসসুম ও আল-আমিনের ছেলে মাহাবুর রহমানসহ তিনজন মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে ছোট জাল দিয়ে মাছ ধরতে গেলে নদের গভীর পানিতে হাবুডুবু খেতে থাকে। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমান (১০) নামে একজনকে জীবিত উদ্ধার করলেও বাকী দুই শিশু পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে আধাঘণ্টা পর তাবাস্সুম এবং আরও একঘণ্টা পর ইব্রাহিমকে উদ্ধার করা হয়। দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।