রাঙামাটির কাপ্তাইয়ে সশস্ত্র উপজাতি সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম- মো. আব্দুল হাকিম (২৬)। রোববার (১৫ জুন) সকাল ১২টার দিকে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে ফুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ফুলতলী এলাকায় ১০জনের একটি সশস্ত্র সন্ত্রাসীদের দল হঠাৎ হানা দেয়। এসময় ওই গ্রামে অবস্থান করছিল রাইখালী ইউনিয়ন খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে আব্দুল হাকিম। সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে যৌথবাহিনীর দল। এ ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রাঙামাটি কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) মো. ইমরুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।