ইরানের আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ শহর থেকে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা- ইরনা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। গ্রেপ্তার দুই মোসাদ এজেন্টের নাম প্রকাশ করেনি পুলিশ।
ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলবোর্জ প্রাদেশিক পুলিশের গোয়েন্দা ইউনিট এই গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন দুই ব্যক্তি মোসাদের একটি সন্ত্রাসী দলের সদস্য, যারা একটি ‘সেফ হাউস’ থেকে কাজ করতো, যেখানে তারা বোমা, বিস্ফোরক পদার্থ, বুবি ট্র্যাপ এবং ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করছিলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য এবং স্বীকারোক্তি আদায়ের পর সেসব প্রকাশ করা হবে। ইরানের সীমান্তের মধ্যে বিদেশি গোয়েন্দা হুমকি মোকাবেলায় চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। ধারণা করা হয়, ইরানের মধ্যে মোসাদের অনুচর সক্রিয় রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : প্রতিনিধি