ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের নির্দেশে সেই ড্রোন আবিষ্কারকের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
তারেক রহমানের নির্দেশে সেই ড্রোন আবিষ্কারকের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’ ছবির ক্যাপশন: তারেক রহমানের নির্দেশে সেই ড্রোন আবিষ্কারকের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’
ad728

তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে ড্রোন আবিষ্কারক আসির উদ্দিনের বাসায় গেছে ‘আমরা বিএনপি পরিবার’। সোমবার (১৬ জুন) সকালে তারা সেখানে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

রিজভী বলেন,  গণতন্ত্র ধ্বংসকারী এক দানবীয় শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদ পতনের যিনি মূল কারিগর, সেই নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই সংগঠনটি (আমরা বিএনপি পরিবার) গড়ে উঠেছে এবং তার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। ‘ 

তিনি বলেন, ‘তারেক রহমান সুদূর টেমস নদীর ধার থেকে দেখেছেন, বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি ছেলে ড্রোন আবিষ্কার করেছে। তার এই আবিষ্কার সারা জাতিকে অনুপ্রাণিত করেছে। এই আবিষ্কারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতটায় মুগ্ধ হয়েছেন যে, তার নির্দেশ আমরা বিএনপি পরিবার এখানে এসেছি।’ 

তিনি বলেন, ‘এটার মূল আর্কিটেক্ট আসির উদ্দিন। আসির উদ্দিনের মতো প্রতিভাবান তরুণরা আগামীতে এই বাংলাদেশকে গড়ে তুলবেন। আমাদের সমাজে ও রাষ্ট্রে অনেক রাইটব্রাদার্স রয়েছেন। আসির উদ্দিনরা যাতে ঝরে না যায় এটা চান তারেক রহমান। বিএনপি ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তার যেন উচ্চ শিক্ষার ব্যবস্থা হয় সেটা রাষ্ট্র দেখবে।’


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স