জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি এর প্রধান লক্ষণ। এসব সমস্যার নেতিবাচক প্রভাব মানুষের জীবন, প্রকৃতি ও পরিবেশে পড়ছে ব্যাপকভাবে। এই সংকট মোকাবেলায় অন্যতম কার্যকর উপায় হচ্ছে বৃক্ষরোপণ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী খিরাটী গ্রামে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের আয়োজনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) পাঠাগার সংলগ্ন চর খিরাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা পাঠাগারের চারপাশে, বিদ্যালয়ের আঙ্গিনা, রাস্তার দুইপাশ সহ বিভিন্ন স্থানে শতাধিক ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করেন।
বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলার আহবায়ক মো: আশিকুল ইসলাম আশিকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর খিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা খাতুন, মনোহরদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মজিবুর রহমান, সৈয়দ মতিন ও ইঞ্জিনিয়ার সৈয়দ নাসির, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাঠাগারের সমন্বয়ক সৈয়দ আল মাসুদ, ডাক্তার আসিক, সামিম, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ মাস্টার, সিমন আহমেদ ফাহাদ, নাইম ইসলাম, মেহেদী ইসলাম, মন্জিল শেখ, শুভ নাইম, চরখিরাটী ইউথ ক্লাবের সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ আপেল মাহমুদ, মোঃ রিটন মিয়া, মোঃ বিল্লাল হোসেন, ইমরান ফকির প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলার আহবায়ক মো: আশিকুল ইসলাম আশিক বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই ভয়াবহ বিপর্যয় থেকে মুক্তি পেতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষায় নয়, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই, 'একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচলে বাঁচবে প্রাণ'— এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বৃক্ষরোপণে।'
নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক