ঢাকা | বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে জরুরি বৈঠক, সমর্থনে রাশিয়া-চীন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে জরুরি বৈঠক, সমর্থনে রাশিয়া-চীন ছবির ক্যাপশন: ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে জরুরি বৈঠক, সমর্থনে রাশিয়া-চীন
ad728

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি সামরিক হামলার প্রতিক্রিয়া নিয়ে আজ সোমবার (১৬ জুন) জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। ভিয়েনায় আইএইএ’র সদর দপ্তরে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান, এবং এতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলা। খবর বিবিসির।

সূত্র জানিয়েছে, শুরুতে ইরান ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল। তবে কূটনৈতিক মহলের মতে, সেই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন না পাওয়ার আশঙ্কায় ইরান এখন একটি সাধারণ বিবৃতির পক্ষে কাজ করছে। এর ফলে ইসরায়েলের কার্যক্রমের নিন্দা অন্তর্ভুক্ত থাকবে।

পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) অনুযায়ী, পারমাণবিক ইস্যু সমাধানে সামরিক হামলা কখনোই গ্রহণযোগ্য পন্থা নয়।

ইরান বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও আইএইএ বোর্ডকে এই হামলার নিন্দা করতেই হবে। তবে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এমন নিন্দা আদৌ আসবে কি না, তা স্পষ্ট নয়।

এছাড়া এই বৈঠকের কোনো ফলাফল ইরান-ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ খুলে দেবে কি না, সেটাও অনিশ্চিত। দুই দেশ একে অপরের ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স