ঢাকা | বঙ্গাব্দ

এখন পর্যন্ত কত আয় করলো ‘তাণ্ডব’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
এখন পর্যন্ত কত আয় করলো ‘তাণ্ডব’ ছবির ক্যাপশন: এখন পর্যন্ত কত আয় করলো ‘তাণ্ডব’
ad728

দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’-এর। শাকিব-সাবিলা জুটির রয়াসন দেখতে হলে ছুটছেন সিনেমাপ্রেমীরা। বাংলা সিনেমার ইতিহাসে মুক্তি প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে রায়হান রাফীর সিনেমা। সাফল্যের ধারাবাহিকতায় ৬ কোটির ক্লাবে প্রবেশ করল ‘তাণ্ডব’। 

‘তাণ্ডব’-এর দর্শক জোয়ারে একের পর রেকর্ড ভেঙে, নতুন রেকর্ড গড়ছে। প্রযোজনা সংস্থা ও মাল্টিপ্লেক্সের তথ্য পর্যালোচনা করে জানা গেছে গতকাল দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ‘তাণ্ডব’-এর মোট ৯২টি শো চলেছে। যার মধ্যে ৭১টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল। 

শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সেই ছিল ৫২টি শো, যার ৪৯টিই হাউজফুল। লায়ন সিনেমাসে ১৩টির মধ্যে ৫টি হাউজফুল, ২টি অলমোস্ট ফুল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স ও গ্র্যান্ড সিলেটে ছিল ২টি হাউজফুল শো। বগুড়ার মম ইন ও মধুবন সিনেপ্লেক্সে ছিল ৩টি শো হাউজফুল। এমনকি গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সেও ৫টির মধ্যে ৪টি শো হাউজফুল গিয়েছে। সিঙ্গেল স্ক্রিনেও ভালো যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’। 

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত আয় করেছে মোট ৫ কোটি ৭৬ লাখ টাকা। যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযোজকদের ধারনা সিনেমাটি আজ ৬ কোটির ক্লাবে পা রাখবে। সিনেমাটির দর্শক চাহিদা এতটাই বেশি যে, মুক্তির নবম দিনেও মাল্টিপ্লেক্সগুলোতে টিকেটের হাহাকার কাটছেই না। 

‎বলে রাখা ভালো,  নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স