গণফোরামের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা মোহসীন মন্টুকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানালেন সহকর্মী, রাজনৈতিক নেতা, এবং সাধারণ মানুষ। দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে আপসহীন অবস্থান এবং বলিষ্ঠ নেতৃত্বের জন্য তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ—সবখানেই তার নেতৃত্ব ছিল দৃশ্যমান। মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন তিনি। এছাড়া ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ২০২৪ সালের গণআন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মন্টু। তবে দলীয় নীতির সাথে মতানৈক্যের কারণে ১৯৯২ সালে দল ত্যাগ করে ২০০৯ সালে গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে সভাপতির দায়িত্বে আসেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান রাজনৈতিক অঙ্গন থেকে তাঁর চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’