পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার চর-ভাড়ারা গ্রামে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, আরিফুল ইসলাম, সোহেল রানাসহ অন্যরা।
বক্তারা বলেন, বালু উত্তোলনের ফলে গ্রামের প্রতিটা সড়ক খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়ছে দুর্ঘটনায়। বড় বড় ড্রাম ট্রাক সকাল থেকে গভীর রাত পর্যন্ত দাপিয়ে বেড়ানোয় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। একটি স্বার্থান্বেষী মহল এই বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এর বিপরীতে এলাকার সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে