ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ৫ ঘণ্টা পর উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ৫ ঘণ্টা পর উদ্ধার ছবির ক্যাপশন: ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ৫ ঘণ্টা পর উদ্ধার
ad728

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ৫ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনটি রিভার্স করার সময় ময়মনসিংহ রেলওয়ে জংশনের ৩ নম্বর লাইনে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৩ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। অন্য লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি জারিয়া ঝাঞ্জাইলের উদ্দেশে ছেড়ে যায়।

এরপর রেলওয়ে কর্মীদের ৫ ঘণ্টার চেষ্টা লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স