ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করছে, ইসরায়েলের হাতে শীর্ষ সামরিক কমান্ডারদের নিহত হওয়ার পরও তেহরান দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে। সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিশ্লেষক ত্রিতা পারসি।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর ভাইস প্রেসিডেন্ট পারসি জানান, ইসরায়েল যা ভেবেছিল তা ছিল ভুল।
তিনি বলেন, ‘ইসরায়েলিরা ভেবেছিল তারা ইরানের সামরিক নেতৃত্বকে ধ্বংস করে কমান্ড ও কন্ট্রোল ভেঙে দিয়েছে। কিন্তু তারা ভুল করেছে। ইরান তা দ্রুত পুনর্গঠন করে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন যা দেখছি, তা হলো—ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত হানতে পারছে।’
সোমবার ভোরে ইরানের নতুন একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। এতে বহু স্থানে অগ্নিকাণ্ড এবং ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
দুই দেশের চলমান সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানে, বিশেষ করে রাজধানী তেহরানে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বহু মানুষ শহর ছেড়ে পালাচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলে রাতভর আকাশজুড়ে বিস্ফোরণের আলো দেখা যায়, বিশেষ করে আবাসিক এলাকায় আগুন ধরে যাওয়ার ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ইসরায়েল সম্প্রতি ‘অপারেশন রাইজিং লায়ন’ নামক এক নজিরবিহীন অভিযানে ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা, রেভল্যুশনারি গার্ডস কর্পসের প্রধান, বিমানবাহিনীর প্রধান এবং সাবেক জাতীয় নিরাপত্তা প্রধানকে হত্যা করে। এ ঘটনার পর থেকেই ইরানের পক্ষ থেকে ধারাবাহিক প্রতিশোধমূলক হামলা চলছে।
নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক