‘বাহুবলি’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমা মানেই বিরাট আয়োজন। লার্জার স্কেলের গল্প, তাক লাগানো লোকেশন, বিশাল সেট আর গ্রাফিকসের খেলা। ‘আরআরআর’-এর পর তিনি হাত দিয়েছেন নতুন সিনেমার কাজে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। তৈরি হচ্ছে অ্যাকশন ও পৌরাণিক গল্পের মিশেলে। রাজামৌলি আগেই জানিয়ে রেখেছিলেন, অ্যাকশন অ্যাডভেঞ্চার ধরনের এই সিনেমা হবে অনেকটা জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের মতো। তাই আয়োজনও ব্যাপক।
নতুন সিনেমায় রাজামৌলির সঙ্গী হয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন আছেন নেতিবাচক চরিত্রে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরই মধ্যে দুটি প্রধান অংশের শুটিং শেষ হয়েছে। এসএসএমবি২৯ সিনেমার একটি গুরুত্বপূর্ণ প্লট রাখা হয়েছে বারাণসিতে। মণিকর্ণিকা ঘাটসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখানো হবে সিনেমায়। তবে জনবহুল জায়গা হওয়ায় আসল লোকেশনে শুটিং করা কঠিন। সে কারণে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বারাণসীকে রিক্রিয়েট করা হচ্ছে।
তৈরি করা হচ্ছে বারাণসির বিশাল সেট। এ সেট তৈরিতে ৫০ কোটি রুপি খরচ করেছেন রাজামৌলি। বারাণসীর পরিবেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেটের কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে এসএসএমবি২৯ সিনেমার কাজ হচ্ছে।
মহেশ বাবুর অ্যাকশন দৃশ্যসহ উল্লেখযোগ্য কিছু দৃশ্য চিত্রায়িত হবে এ সেটে। রাজামৌলির সিনেমায় প্রযুক্তির ব্যবহার থাকেই। বিশ্বমানের ভিজ্যুয়াল নিশ্চিত করার জন্য এতে যুক্ত করা হয়েছে হলিউডের ভিএফএক্স স্টুডিওকে। জানা গেছে, সিনেমার বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে গ্রাফিকসের জন্য।