মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার কথা বলেছেন। বুধবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এবার ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে টার্গেট করে হামলা চালাচ্ছে মার্কিন মদদপুষ্ট ইসরায়েল।
ষষ্ঠ দিনে পা রেখেছে ইরান-ইসরায়েল সংঘাত। টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নির্ঘুম একেকটি রাত কাটছে দুই দেশেরই নাগরিকদের। এরই মধ্যে ইরানের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল।
বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই কেন্দ্রটিকে। গত বছরের অক্টোবরেও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের এই ক্ষেপণাস্ত্র কারখানাটি।