যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন। দুজনের মধ্যে বৈঠক ও মধ্যাহ্নভোজ হবে স্থানীয় সময় দুপুর ১২টায়। তবে এ বৈঠক গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না বলে জানানো হয়েছে।
জেনারেল মুনির ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এই বৈঠক পূর্বনির্ধারিত হলেও এটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন ইরান-ইসরায়েল সংঘাত ব্যাপক রূপ নিচ্ছে এবং এর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখযোগ্য যে, ইরান ও পাকিস্তান সীমান্ত শেয়ার করে।
জানা গেছে, মে মাসের শেষ দিকে জেনারেল মুনির ইরানি সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেরির সঙ্গে বৈঠক করেছিলেন। গত ১৩ জুন চলমান সংঘাত শুরুর প্রথম দিনেই ইসরায়েলের বিমান হামলায় বাঘেরি নিহত হন।
পাকিস্তানে জেনারেল মুনিরকে দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।