ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্যের ঘাঁটি ছেড়েছে চার মার্কিন বোমারু বিমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
যুক্তরাজ্যের ঘাঁটি ছেড়েছে চার মার্কিন বোমারু বিমান ছবির ক্যাপশন: যুক্তরাজ্যের ঘাঁটি ছেড়েছে চার মার্কিন বোমারু বিমান
ad728
ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই বুধবার (১৮ জুন) ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ যুদ্ধবিমান ঘাঁটি ছেড়ে গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাংকার বিমানও ছিল, যা যুদ্ধের ময়দানে দীর্ঘক্ষণ থাকার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

এছাড়াও, ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে সক্ষম বি-টু স্পিরিট বোম্বার বিমানগুলো ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত তিনদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এসব বিমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

অন্যদিকে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সূত্র বলছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র।

এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, ইরান "জায়নিস্টদের সঙ্গে সমঝোতা করবে না।" সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনির প্রোফাইল থেকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়, "জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না।" মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এটি খামেনির প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আবিবে কয়েকদফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ-১ মিসাইল ব্যবহার করেছে এবং হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল।

অন্যদিকে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স