ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ট্রাম্প-খামেনির কথার লড়াই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ট্রাম্প-খামেনির কথার লড়াই ছবির ক্যাপশন: ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ট্রাম্প-খামেনির কথার লড়াই
ad728

ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ যখন নতুন মাত্রায় পৌঁছেছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আরেকটি যুদ্ধ—এইবার শব্দের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একে অপরকে হুঁশিয়ারি দিয়েছেন প্রকাশ্যেই।

মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দাবি করেন, ‘ইরানের আকাশ এখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে।’

তিনি আরও লেখেন, ‘আমরা জানি তথাকথিত ‘‘সুপ্রিম লিডার’’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু আপাতত নিরাপদ—আমরা এখনই তাকে সরাচ্ছি না (মানে হত্যা করছিনা)!’

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমাদের ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে।’ শেষ পোস্টে তিনি লেখেন, ‘নির্বিচারে আত্মসমর্পণ করো!’

তবে তেহরানের পক্ষ থেকে আত্মসমর্পণের কোনো ইঙ্গিত নেই। আয়াতুল্লাহ খামেনি একাধিক ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে জানান, ‘ইরান কখনো জায়নিস্টদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।’

তার একটি পোস্টে লেখা হয়েছে, ‘আমরা জায়নিস্টদের কোনো প্রকার দয়া দেখাবো না।’ অন্য এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, ‘লড়াই শুরু।’

বিশ্লেষকরা বলছেন, এই ভার্চুয়াল বাকযুদ্ধ কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যার পরিণতি হতে পারে আরও সহিংস সংঘাত।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স