ঢাকা | বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলের হামলা, নিহত ৫৮৫

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ইরানে ইসরায়েলের হামলা, নিহত ৫৮৫ ছবির ক্যাপশন: ইরানে ইসরায়েলের হামলা, নিহত ৫৮৫
ad728

টানা ছয় দিন ধরে চলছে ইসরায়েল-ইরানের সংঘাত। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে।  ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন। খবর এপি'র।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বুধবার এ তথ্য জানিয়েছে।
 
সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ইরান জানিয়েছিল, ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছে।

ইরানের দেওয়ার সর্বশেষ তথ্য মতে নিহতের সংখ্যা ২২৪ ও আহতের সংখ্যা এক হাজার ২৭৭। তবে সোমবারের পর হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করেনি তেহরান।

২০২২ সালে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। সেই আন্দোলন দমন-পীড়নের মাধ্যমে নিরসন করে ইরানের সরকার। সে সময়ও হতাহতের নিখুঁত তথ্য প্রকাশ করেছিল এই মানবাধিকার সংস্থাটি।

সূত্র: এপি



নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স