প্রায় ৯ বছর আগে রাজধানীর গুলশানে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ২২৯ পৃষ্ঠার এই রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
রায়ে বলা হয়েছে, “আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, ঘটনাস্থলে সন্ত্রাসীদের নিষ্ঠুর আচরণ এবং এই ঘটনার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, তা বিবেচনায় নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া উচিত বলে আমরা মনে করি।”
এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারিক আদালত ২০১৯ সালের ২৭ নভেম্বর এই মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল, যা আপিলে আমৃত্যু কারাদণ্ডে পরিবর্তন করা হয়।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাত জঙ্গি হলেন:
১. রাকিবুল হাসান ওরফে রিগ্যান, ২. মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী ৩. আসলাম হোসেন ওরফে র্যাশ, ৪. হাদিসুর রহমান
৫. আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, ৬. মামুনুর রশীদ ওরফে রিপন, ৭. শরিফুল ইসলাম খালেদ।