ঢাকা | বঙ্গাব্দ

ওমরাহ পালনকারীদের সৌদির নতুন নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ওমরাহ পালনকারীদের সৌদির নতুন নির্দেশনা ছবির ক্যাপশন: ওমরাহ পালনকারীদের সৌদির নতুন নির্দেশনা
ad728

হজ শেষ শুরু হয়েছে ওমরাহ মৌসুম। ওমরার জন্য সৌদি আরবের মক্কায় আগমন করতে শুরু করেছেন ওমরাহযাত্রীরা। ওমরা পালনকারীদের জন্য নতুন করে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা ওমরা যাত্রীদের ব্যক্তিগত কাগজপত্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র স্থানসমূহে নির্বিঘ্ন চলাচল ও সেবা গ্রহণের জন্য পাসপোর্ট, পরিচয়পত্র, অনুমতিপত্র ও সরকারী কাগজপত্র অত্যন্ত জরুরি।

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, এসব কাগজপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সাহায্য পেতে জটিলতা ও বিলম্ব হতে পারে।

এই সচেতনতামূলক প্রচারণার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ও  বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ওমরাযাত্রীরা যেন নিজের কাগজপত্র নিরাপদে রাখেন, ক্ষতি বা হারানো থেকে রক্ষা করেন এবং প্রয়োজনে কর্মকর্তাদের তা সহজেই দেখাতে পারেন।

মন্ত্রণালয় বলেছে, এসব নির্দেশিকা মেনে চললে ওমরা যাত্রা সহজ হবে এবং সেবাদানকারীরাও দ্রুত ও কার্যকর সহায়তা দিতে পারবেন।

বছরজুড়ে ওমরাযাত্রীদের উন্নত সেবা দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সূত্র : গালফ নিউজ


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স