হজ শেষ শুরু হয়েছে ওমরাহ মৌসুম। ওমরার জন্য সৌদি আরবের মক্কায় আগমন করতে শুরু করেছেন ওমরাহযাত্রীরা। ওমরা পালনকারীদের জন্য নতুন করে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা ওমরা যাত্রীদের ব্যক্তিগত কাগজপত্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র স্থানসমূহে নির্বিঘ্ন চলাচল ও সেবা গ্রহণের জন্য পাসপোর্ট, পরিচয়পত্র, অনুমতিপত্র ও সরকারী কাগজপত্র অত্যন্ত জরুরি।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, এসব কাগজপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সাহায্য পেতে জটিলতা ও বিলম্ব হতে পারে।
এই সচেতনতামূলক প্রচারণার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ওমরাযাত্রীরা যেন নিজের কাগজপত্র নিরাপদে রাখেন, ক্ষতি বা হারানো থেকে রক্ষা করেন এবং প্রয়োজনে কর্মকর্তাদের তা সহজেই দেখাতে পারেন।