ঢাকা | বঙ্গাব্দ

সাইবার হামলার শিকার ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
সাইবার হামলার শিকার ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ছবির ক্যাপশন: সাইবার হামলার শিকার ওয়াশিংটন পোস্টের সাংবাদিক
ad728
আমেরিকান দৈনিক ওয়াশিংটন পোস্টের কিছু সাংবাদিকের ইমেইল অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। পত্রিকাটি বর্তমানে এই ঘটনার তদন্ত করছে। রয়টার্সের হাতে আসা পত্রিকার অভ্যন্তরীণ একটি মেমো এবং বিষয়টি সম্পর্কে পরিচিত একটি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট মারে কর্মীদের পাঠানো এক নোটে বলেছেন, বৃহস্পতিবার এই সাইবার হামলার ঘটনা শনাক্ত করার পর পরই তারা তদন্ত শুরু করেছেন। বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার তারা সব কর্মীর ইমেইল পাসওয়ার্ড রিসেট করেছে। তাদের ধারণা, এই হামলার ফলে ওয়াশিংটন পোস্টের অন্যান্য কোনো সিস্টেম বা গ্রাহকদের ওপর কোনো প্রভাব পড়েনি।

মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই সাইবার হামলার খবর প্রকাশ করে এবং তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় যে, এই কাজের পেছনে কোনো বিদেশি সরকারের হাত থাকতে পারে। জার্নাল আরও লিখেছে, হ্যাকাররা ওয়াশিংটন পোস্টের কিছু সাংবাদিকের মাইক্রোসফট ইমেইল অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ করেছে, যার ফলে ওইসব সাংবাদিকদের দাপ্তরিক ইমেইল অন্য কেউ পড়তে বা ব্যবহার করতে পারতো। এতে সাংবাদিকদের কাজের গোপন তথ্য চুরি হওয়ার বা ক্ষতির ঝুঁকিও রয়েছে।

ইমেইলে সাইবার হামলার শিকার সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক নীতিমালা দলের সদস্যরা রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ চীন নিয়ে লেখেন বলেও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০২২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক ‘নিউজ কর্পোরেশনে’ও সাইবার হামলা হয়েছিল। সেই ঘটনায় কতজন সাংবাদিকের ইমেইল অ্যাকাউন্ট ও তথ্য চুরি হয়েছিল তা নির্দিষ্টভাবে জানানো হয়নি, তবে রয়টার্স জানিয়েছিল কিছু সাংবাদিকের অ্যাকাউন্ট ও ডেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : প্রতিনিধি

কমেন্ট বক্স