ঢাকা | বঙ্গাব্দ

ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের একহাত নিলো উত্তর কোরিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের একহাত নিলো উত্তর কোরিয়া ছবির ক্যাপশন: ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের একহাত নিলো উত্তর কোরিয়া
ad728

ইরানের ওপর দখলদার রাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করা হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এতে আরও বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। 

গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয় এবং ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত টানা ছয় দিন ধরে চলছে।

সূত্র: সিএনএন



নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স