ঢাকা | বঙ্গাব্দ

হামলা চালাতে ইরানকে জোরালো সমর্থন এরদোয়ানের, দিলেন আইনি ব্যাখ্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
হামলা চালাতে ইরানকে জোরালো সমর্থন এরদোয়ানের, দিলেন আইনি ব্যাখ্যা ছবির ক্যাপশন: হামলা চালাতে ইরানকে জোরালো সমর্থন এরদোয়ানের, দিলেন আইনি ব্যাখ্যা
ad728
ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীসহ বহু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বহু ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর জবাবে ইরানের পাল্টা হামলাকে জোরালো সমর্থন দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

বুধবার (১৮ জুন) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। এরদোয়ান বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান বৈধ আত্মরক্ষায় নিযুক্ত রয়েছে। তিনি বলেছেন, ইসরায়েলের হামলায় ইরানে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং যেসব হামলা চিকিৎসাকর্মী, সংবাদ সংস্থা ও আবাসিক এলাকাগুলোকে টার্গেট করেছে। এই হামলাগুলো সংঘটিত হয়েছে সেই সময় যখন ইরানি পারমাণবিক আলোচনা চলছিল।’

‘ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানের অধিকার সম্পূর্ণ বৈধ, ন্যায্য ও আন্তর্জাতিক আইনে অনুমোদিত’ উল্লেখ করে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইসরায়েল, যার পারমাণবিক অস্ত্র আছে এবং যে দেশটি কোনো আন্তর্জাতিক আইন মানে না, আলোচনা শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।’



নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স