ঢাকা | বঙ্গাব্দ

সেঞ্চুরি হাঁকালেন জয়সওয়াল-গিল, হেডিংলিতে দাপুটে ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2025 ইং
সেঞ্চুরি হাঁকালেন জয়সওয়াল-গিল, হেডিংলিতে দাপুটে ভারত ছবির ক্যাপশন: সেঞ্চুরি হাঁকালেন জয়সওয়াল-গিল, হেডিংলিতে দাপুটে ভারত
ad728

এর আগে টেস্টে চার ইনিংসে দুবার ‘৮০’র ঘর পার করেও সেঞ্চুরি পাননি যশস্বী জয়সওয়াল। বারবারই উইকেট দিয়েছেন অতি আগ্রাসী শটে—বল খেলে রান তোলার হার অনেক সময়ই ১০০ ছাড়িয়েছিলো। যদিও হেডিংলি টেস্টে সেই ভুল আর করেননি ভারতের বাঁহাতি ওপেনার। ধৈর্য, মেজাজ ও টেম্পারামেন্টের দুর্দান্ত মিশেলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এই ম্যাচে শুধু জয়সওয়ালই নয়, সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান গিলও।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির হেডিংলি টেস্টের প্রথম দিনে জয়সওয়াল ইনিংসটি সাজান ১৫৯ বলে ১০১ রানে, যার মধ্যে ছিলো ১৬টি চার ও একটি ছক্কা। ৯৯ রানে পৌঁছেছিলেন ব্রাইডন কার্সকে টানা দুই চারে, এরপর তৃতীয় বলে কোনো ঝুঁকি না নিয়ে নেন এক রান—তাতেই পূর্ণ হয় কাঙ্ক্ষিত শতক। ৫৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৩১ রান। শুভমান গিল ৬৭ এবং ঋষভ পন্ত ৬ রানে ব্যাট করছিলেন।

সিরিজ শুরুর আগে শচীন টেন্ডুলকার ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’

টস জিতে এইদিন ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। নিজের বোলিং আক্রমণে রেখেছিলেন ব্রাইডন কার্স, ক্রিস ওকস ও জশ টংকে। ঘূর্ণির দায়িত্বে ছিলেন শোয়েব বশির। কিন্তু স্বাগতিকদের কৌশলে ছেদ ফেলেন ভারতের দুই ওপেনার—যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। প্রথম উইকেট জুটিতে ২৪.৫ ওভারে ৯১ রান যোগ করেন তারা। রাহুল ৪২ রানে ফিরে যান কার্সের বলে।

তিন নম্বরে অভিষেক হওয়া সাই সুদর্শনের জন্য দিনটা হতাশার। মাত্র ৪ বলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফেরেন বেন স্টোকসের শিকার হয়ে। ভারতের ইতিহাসে অভিষেক টেস্টে তিন নম্বরে নেমে শূন্য রানে আউট হওয়া তিনিই প্রথম ব্যাটার।

এরপর তৃতীয় উইকেটে শুভমান গিল ও জয়সওয়াল গড়েন ১২৯ রানের জুটি। দলীয় ২২১ রানে জয়সওয়াল বোল্ড হন স্টোকসের বলে। তবে ততক্ষণে ভারত শক্ত অবস্থানে। হেডিংলির উইকেটে আগ্রাসী ক্রিকেটে ওভারপ্রতি ৪-এর বেশি হারে রান তুলছে ভারত। ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশলের বিপরীতে এখন যেন ভারতেরই ব্যাট হাতে বাজিমাত।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স