ঢাকা | বঙ্গাব্দ

ইরান নিয়ে তুলসী গ্যাবার্ডের ধারণা ভুল ছিল: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2025 ইং
ইরান নিয়ে তুলসী গ্যাবার্ডের ধারণা ভুল ছিল: ট্রাম্প ছবির ক্যাপশন: ইরান নিয়ে তুলসী গ্যাবার্ডের ধারণা ভুল ছিল: ট্রাম্প
ad728

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছিলেন ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু তুলসী গ্যাবার্ডের সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২০ জুন) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প জানান, যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে ‘সমর্থন’ করতে পারেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে ‘ইউরোপ সাহায্য করতে পারবে না’।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত ১৩ জুন ভোরে দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স